কেমন আছেন এরশাদ?
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছিলো জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ কেমন আছেন? অবশেষে সেই প্রশ্নেরই উত্তর দিলেন জাপা চেয়ারম্যানের বিশেষ একান্ত সহকারী রুহুল আমিন হাওলাদার।
শুক্রবার (১৪ ডিসেম্বর) জাতীয় পার্টির পক্ষ থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণার সময় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান তিনি।
রুহুল আমিন হাওলাদার বলেন, এরশাদ সুস্থ আছেন। তার সঙ্গে সকালেও আমার কথা হয়েছে। এরশাদের নির্দেশেই এ ইশতেহার ঘোষণা করা হয়েছেন বলেও দাবি করেন তিনি।
রুহুল আমিন হাওলাদার আরো বলেন, তিনি (এরশাদ) সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন, সুস্থ আছেন। কবে দেশে ফিরতে পারবেন সেটা ডাক্তার দু’একদিনের মধ্যেই জানাবেন। আশা করছি, শিগগিরই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। আমি (ফেরার ব্যাপারে) জানলে আপনাদের আবার ডেকে বিস্তারিত জানাবো।’
এর আগে তার চিকিৎসা নিয়ে নানা নাটকীয়তার সৃষ্টি হয়। কখনো বলা হচ্ছিল তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি। আবার কখনো বলা হচ্ছিল তিনি বাসাতেই আছেন। আবার বলা হচ্ছিল তিনি সিঙ্গাপুর যেতে চাইলেও তাকে বাধা দেয়া হচ্ছে। অবশেষে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা শুরু করেছেন সাবেক এই রাষ্ট্রপতি।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করছেন এরশাদ। রংপুর-৩ আসনে তিনি মহাজোটের হয়ে নির্বাচন করলেও ঢাকা-১৭ আসনে তিনি উন্মুক্তভাবে নির্বাচন করছেন। ঢাকা-১৭ আসনে তার বিপরীতে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, ধানের শীষ নিয়ে বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, নৌকা নিয়ে চিত্রনায়ক ফারুক।
নিউজওয়ান২৪/এএস