ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
৩ ম্যাচের সিরিজে ১-১ সমতায় রয়েছে দুই দল। তাই বছরের শেষটা ভালো শেষ করার জন্য দুই দলই সিরিজ জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সিলেটে মাঠে নেমেছে টাইগাররা।
ইতিমধ্যে আজকের ম্যাচের টস সম্পূর্ন হয়েছে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ইমরুলের বদলে যে মিঠুন একাদশে আসছেন, সেটা নিশ্চিত ছিল। দ্বিধা ছিল রুবেলের বদলি কে হবেন, সেটা নিয়ে। নান্নু জানিয়েছিলেন, ‘রুবেলের বদলে সাইফউদ্দীনকে খেলানোর কথা ভাবা হচ্ছে। পাশাপাশি বাঁহাতি নাজমুল অপুও আছে বিবেচনায়। তবে যেহেতু শিশির বেশি পড়ে, তাই পেসার কমিয়ে স্পিনার বাড়ানোয় আছে ঝুঁকি। তাই আমরা খানিক সংশয়ে।’
শেষ পর্যন্ত ম্যাচের দিন সকালে জানা গেল, স্পিনার বাড়িয়ে ঝুঁকিতে নিতে চাইছে না বাংলাদেশ। তাই নাজমুল অপুর একাদশে ঢোকা হচ্ছে না। রুবেলের বদলে জায়গা পাচ্ছেন সাইফউদ্দীনই।
ইমরুল বাদ পড়ায় ওয়ান ডাউন পজিশন ফিরে পাচ্ছেন সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে যথারীতি তামিম ইকবাল আর লিটন দাস।
বাংলাদেশের একাদশ : তামিম, লিটন, সৌম্য, মিঠুন, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, সাইফউদ্দীন, মিরাজ, মাশরাফি (অধিনায়ক) এবং মোস্তাফিজ।
নিউজওয়ান২৪/ইরু