অভিনয় ভালো লাগলে নৌকায় ভোট দিন: ফেরদৌস-রিয়াজ
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়ক ফেরদৌস ও রিয়াজ। দুই দশক ধরে দাপটের সঙ্গে অভিনয় করছেন তারা। জনপ্রিয় এই দুই তারকা একাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারে নেমেছেন।
এর অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর জনসভা অংশ নেন। এ সময় তারা ভোটারদের উদ্দেশ্যে বলেন, তাদের অভিনয় যদি ভালো লেগে থাকে, তাহলে যেন নৌকায় ভোট দেন।
প্রধানমন্ত্রীর এই নির্বাচনী প্রচারাভিযান মঞ্চে তারা দুজন ভোট চেয়ে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্যও দিয়েছেন। এ সময় চিত্রনায়ক রিয়াজ বলেন, আমার অভিনয় ভালো লাগলে এর বিনিময়ে নৌকায় ভোট দেবেন। দীর্ঘ অভিনয় জীবনে আমি যদি অভিনয়ের মাধ্যমে বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকি, তবে ভোট দিয়ে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন। আমার এই একটাই চাওয়া আপনারা পূরণ করবেন।
তিনি বলেন, তরুণ প্রজন্মের যারা প্রথম ভোট দেবে, তারা অবশ্যই যেন নৌকায় ভোট দেয়। ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশকে আরো এগিয়ে নিতে চাই।
রিয়াজের পরপরই বক্তৃতা দেন ফেরদৌস। তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। সেখানে আমাদের জয়ী হতেই হবে। আমার ২০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকেন, তবে নৌকায় ভোট দেবেন। তরুণ প্রজন্মের যারা প্রথম ভোট দেবে তারা অবশ্যই যেন নৌকায় ভোট দেয়। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশকে আরো এগিয়ে নিতে চাই।
এর আগে গেল ২১ সেপ্টেম্বর ফেরদৌস ও রিয়াজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিয়েছিলেন।
নিউজওয়ান২৪/এএস