NewsOne24

ফিরছেন তামান্না, করবেন সিনেমা!

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:১৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের হারিয়ে যাওয়া একসময়ের চিত্রনায়িকা তামান্না। দীর্ঘদিন ধরে সুইডেনে আছেন তিনি। তবে সম্প্রতি দীর্ঘদিন পর তামান্না দেশে ফিরছেন। দেশে ফিরে কী আবারো কাজ শুরু করবেন? এ প্রসঙ্গে তামান্না বলেন, সবশেষ ২০১৪ সালে দেশে এসেছিলাম। বেশিদিন থাকা হয়নি। 

কিন্তু এবার একটু সময় নিয়ে দেশে ফিরবো (জানুয়ারি)। এবার ভালো কিছু প্রজেক্টে কাজের পরিকল্পনাও রয়েছে। ভালো প্রোডাকশন হাউজে ব্যাটে-বলে মিলে গেলে অবশ্যই কাজ করবো। সুইডেনে বাবা কাজী মেহেরুল হুদা, মা তাহমিনা হুদা এবং তিন বড় ভাই কামাল আনোয়ার, মনোয়ার এবং সরয়ার হুদাসহ থাকেন তামান্না। সুইডেনে বর্তমানে একটি কালচারাল এসোসিয়েশনে কাজ করছেন তিনি। 

তামান্না এ প্রসঙ্গে বলেন, আগে ডেন্টিস্ট হিসেবে কিছুদিন কাজ করলেও বর্তমানে তা করছি না। কারণ আমি মিউজিক, ড্রামা সেক্টরগুলোকে বেশি ভালোবাসি। একটি কালচারাল এসোসিয়েশনে কিছু স্টুডেন্টদের, বিশেষ করে টিনেজ বয়সীদের নৃত্য, অভিনয় ও ফিটনেস বিষয়ে নির্দেশক হিসেবে কাজ করছি। আমি তাদের জন্য সেখানে স্টেজ শোও নিয়মিত অ্যারেঞ্জ করছি। এ কাজটি ভীষণ উপভোগ করি আমি। 

তামান্না সুইডেনে থাকলেও তার মন পড়ে থাকে দেশে। তিনি সব সময়ই দেশের খবর, দেশের চলচ্চিত্রাঙ্গনের খোঁজখবর রাখেন। সবশেষ তামান্নার বিয়ে নিয়ে পরিকল্পনা কি জানতে চাইলে তিনি বলেন, বিয়ে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু এটুকু বলতে চাই, একজনকে খুব ভালোবাসতাম। কঠিন প্রেমও করেছি একটা সময়। এখন বিয়ে কবে করবো বা কেন করবো না- এসব নিয়ে কোনো মন্তব্য নেই আমার। দেশে ফিরে ভালো কিছু কাজে যুক্ত হতে চাই। 

প্রয়াত দর্শকপ্রিয় নির্মাতা শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভণ্ড’ ছবিতে চিত্রনায়ক রুবেলে বিপরীতে অভিনয় করে তামান্নাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর ‘ত্যাজ্যপুত্র’, ‘হৃদয়ে লেখা নাম’, ‘অশান্তির আগুন’, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘কঠিন শাস্তি’, ‘মুখোশধারী’, ‘পাগল তোর জন্য রে’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। 

নিউজওয়ান২৪/জেডআই