NewsOne24

ময়মনসিংহে যানবাহনের চাপায় দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহ সদর উপজেলায় যানবাহনের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- খালেক (২৮) ও জাকির (২৭)।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বেলতলীর জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার চুরখাই এলাকা থেকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে পায়ে হেঁটে বেলতলী জামতলার দিকে ধান কাটার জন্য আসছিল দুই শ্রমিক। এ সময় অজ্ঞাত একটি যানবাহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এই দুই শ্রমিক।

নিউজওয়ান২৪/জেডএস