‘হাসিনা-এ ডটার্স টেল’ এবার ওয়ার্ল্ড প্রিমিয়ারে
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
ফাইল ছবি
বড় পর্দায় মুক্তির পর এবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে পিপলু খান পরিচালিত ‘হাসিনা-এ ডটার্স টেল’র। আসছে ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় বেসরকারি টিভি চ্যানেল জিটিভি, মাছরাঙা ও চ্যানেল আই একসঙ্গে প্রচার হবে প্রামাণ্যচিত্রটি।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে সপরিবারে নিহত হওয়ার পর বেঁচে যাওয়া তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার পলাতক জীবন, স্বদেশ প্রত্যাবর্তন, রাজনৈতিক সংগ্রাম ও স্বজন হত্যার বিচার আদায় করার সব ঘটনাই এতে দেখানো হয়েছে।
আজিমপুর গার্লস স্কুলের ভাবনাহীন সহজ-সরল কিশোরী থেকে দৃঢ়চেতা এক নেতায় রূপান্তরের এই গল্পটি তথ্যচিত্র হিসেবে তৈরি করতে সময় লেগেছে পাঁচ বছর।
৭০ মিনিট দীর্ঘ এই প্রামাণ্যচিত্রটিতে উঠে এসেছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জীবনের গুরুত্বপূর্ণ নানা দিক। দেশের ক্ষমতার শীর্ষে থাকা এই মানুষটির ব্যক্তিজীবন ও রাজনৈতিক জীবনের অজানা অধ্যায়গুলো দর্শকের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটি প্রযোজনা করেছেন সিআরআই ও অ্যাপেলবক্স।
প্রামাণ্যচিত্রটি গেল ১৬ নভেম্বর দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়। মুক্তির পরই এটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। প্রথমে চারটি হলে প্রদর্শিত হলেও পরের সপ্তাহে সারাদেশে একযোগে মুক্তি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ছবিটি এবার প্রদর্শিত হচ্ছে টিভি পর্দায়।
নিউজওয়ান২৪/এএস