পরপুরুষে ‘মাতাল’ দীপিকা!
শোবিজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:১২ এএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। কয়েকদিন আগেই ইতালিতে বিয়ে হয়েছে এ তারকা জুটির। বিয়ের পরে সামান্যটুকুর জন্যও আলাদা হতে দেখা যায়নি তাদের। তবে সম্প্রতি দীপিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো সাইবারবাসীদের চোখ কপালে।
ভিডিওতে দেখা গেছে, অন্য এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে রয়েছেন দীপিকা পাডুকোন। আর সেই ভিডিও এখন ইন্টারনেটের হটকেক। তবে যার সঙ্গে নায়িকাকে দেখা গেছে তিনি হলেন জিতেশ পিল্লাই।
এদিকে, জিতেশ পিল্লাই বলিপাড়ায় একজন নামকরা ম্যাগাজিনের এডিটর। তার সঙ্গেই জড়াজড়ি করে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা। তাদের মধ্যে কথাও এমনভাবে হচ্ছে যে তারা বেস্ট অফ ফ্রেন্ডস। কিন্তু সেই ভিডিওতে দীপিকার ধারে কাছেও নেই রনবীর।
বর্তমানে তিনি রণবীর নিজের আপকামিং ফিল্ম ‘সিম্বা’র প্রচার নিয়ে ব্যস্ত। সেই ফাঁকেই অন্য কারো সঙ্গে প্রাইভেট টাইমে ব্যস্ত হয়ে গেলেন নায়িকা। এমনই নানা রকমের কথায় বিদ্ধ হচ্ছেন নববধূ।
দীপিকা আসলে জিতেশের পুরনো এবং খুব ভালো বন্ধু। এই ভিডিও তাদের বন্ধুত্বের এক ঝলক। একে অপরের তারা এতটাই ভালো বন্ধু যে ক্যামেরার সামনে হোক বা পেছনে একসঙ্গে এইভাবেই দেখা করেন তারা।
অন্যদিকে এই ভিডিওতে একের পর এক মন্তব্য করে যাচ্ছে সমালোচকেরা। এছাড়া দীপিকাকে রীতিমত দূষছে অসংখ্য মানুষ। তিনি এখন বিবাহিত, তাকে এসব মানায় না। এরই মধ্যে দীপিকার ফ্যান এবং সমস্ত ট্রোলারদের মধ্যে শুরু হয়েছে কথা কাটাকাটি।
নিউজওয়ান২৪/টিআর