এগোচ্ছে উইন্ডিজ, অস্বস্তিতে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
চাপ কাটিয়ে দারুনভাবে এগোচ্ছে উইন্ডিজ। ঠান্ডা মাথায় হচ্ছে বাংলাদেশি বোলারদের উপর চড়াও। আর এতে বিপদে পড়ছে টাইগাররা।
উইন্ডিজ ইনিংসের ১৭তম ওভারে বল করতে এসে ক্যারিবীয় ওপেনার ড্যারেন ব্র্যাভোকে (২৭) ফিরিয়ে স্বস্তি ফেরালেন তিনি। ৭০ রানে দ্বিতীয় উইকেট হারালো উইন্ডিজ। জেতার জন্য ৮ উইকেট হাতে থাকা উইন্ডিজের প্রয়োজন আরো ১৮৬ রান।
এর আগে ফিল্ডিংয়ে নেমেই দ্বিতীয় ওভারেই উইন্ডিজ ওপেনার চন্ডরপল হেমরাজকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেছেন টাইগার অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৬ বল মোকাবেলা করে ৩ রান করে বিদায় নিয়েছেন হেমরাজ।
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্ট্যাডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে তামিম, মুশফিক ও সাকিব আল হাসানের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বল হাতে উইন্ডিজের পেসার ওশানে টমাস ১০ ওভারে ৫৪ রান খরচে নিয়েছেন ৩ উইকেট। ১ উইকেট করে তুলে নিয়েছেন কেমার রোচ, কিমো পল, দেবেন্দ্র বিশু ও রোভম্যান পাওয়েল।
নিউজওয়ান২৪/এমএম