NewsOne24

৮৯ বছর বয়সী কুয়েতি আমিরের এই মমত্ববোধ এবং...

তামীম রায়হান, কাতার প্রবাসী সাংবাদিক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

গতকাল সৌদিআরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে জিসিসিভুক্ত ছয়টি দেশের ৩৯তম বার্ষিক সম্মেলন। অবরোধ তুলে না নেওয়ায় এই সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি অংশ নেননি। বরং কাতারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

কয়েক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক বৈঠকে এবং বৈঠক শেষে প্রদত্ত বিবৃতির কোথাও কাতারের উপর আরোপিত অবরোধ নিয়ে কোনো বার্তা দেয়নি জিসিসি। ফলে কুয়েত এবং ওমানের শীর্ষনেতাদ্বয়ের অনুপস্থিতিতে শেষ হয় গতানুগতিক এই বৈঠক। এই বৈঠকস্থলে ছয় দেশের নেতাদের সম্মিলিত ছবি তোলার সময় ধারণ করা ভিডিওর কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।

এতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানস্থলে জিসিসিভুক্ত দেশগুলোর যেসব পতাকা রয়েছে, এর মধ্যে কাতারের পতাকা আছে কিনা, কুয়েতের আমির শেখ সাবাহ তা খুঁজে দেখছেন। এরপর কাতারের প্রতিনিধিকে পাশে নিয়ে তিনি ছবি তোলায় অংশ নেন।

কাতারের প্রতি ৮৯ বছর বয়সী কুয়েতি আমিরের এই মমত্ববোধ এবং পতাকা খুঁজে পাওয়ার পর কাতারের প্রতিনিধিকে পেয়ে তার খুশি হওয়ার দৃশ্য মুগ্ধ করেছে কাতারবাসীকে। কুয়েতি আমিরের মতো এমন একতাবোধ এবং উদারতা ছড়িয়ে পড়ে প্রতিটি দেশনেতার অন্তরে।

নিউজওয়ান২৪/জেডএস