রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৪৪ এএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি
রাজধানীর পুরান ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন (২০) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ক্যাম্প পুলিশ এস আই মো.বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র। তাদের মধ্যকার একজন মো. সাইফ জানান, পাটুয়াটুলী অগ্রণী ব্যাংকের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে নির্মানাধীন ভবনের ৩য় তলা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ওই যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
জানা গেছে, শাওন ওই ভবনের ৩য় তলায় জানালায় গ্লাস লাগানোর কাজ করছিলো। তার পিতা আলাউদ্দিন। বাড়ী ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার ভাউটিয়া গ্রামে।
এদিকে, ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
নিউজওয়ান২৪/জেডএস