NewsOne24

ইউরোপে নির্যাতনের ভয়ে ইহুদিরা!

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:১৭ এএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি ইউরোপে ইহুদি বিদ্বেষ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি তাদের মাঝে নির্যাতনের ভয়ও বেড়ে গেছে।

ইউরোপীয় ইউনিয়নের বারোটি দেশে জরিপের পর প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

জরিপকারী প্রতিষ্ঠান ফান্ডামেন্টাল রাইটস এজেন্সি জানায়, জরিপে কয়েকশ’ ইহুদির সাক্ষাৎকার নেয়া হয়। সেসময় ইহুদিরা জানায়, বিগত বছরগুলোতে তারা শারীরিক ও ইহুদি বিদ্বেষের শিকার হয়েছেন। ২৮ শতাংশ ইহুদি জানান, তারা বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন।

ইহুদি বিদ্বেষ ফ্রান্সে সবচেয়ে বেশি। এছাড়াও, জার্মানি, যুক্তরাজ্য, বেলজিয়াম, সুইডেন এবং নেদারল্যান্ডে ইহুদি বিদ্বেষ বাড়ছে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের নিজ বাসভূমে পরবাসী করে তাদের ওপর অবিরাম হত্যা-নির্যাতন চালানোর জন্য ইহুদি রাষ্ট্র ইসরায়েলের দুনিয়াজুড়ে দুর্নাম রয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস