NewsOne24

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন কাদের

নোয়াখালী প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ সড়কে গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভোট উৎসবে মেতে উঠেছেন। কিন্তু বিএনপির সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন।

এ সময় তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করবে।

গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাবুদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত প্রমুখ।

নিউজওয়ান২৪/এএস