দাড়িয়াপুরে নৌকার প্রার্থী শিখরের পক্ষে শাহীনের জনসংযোগ
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ৯ ডিসেম্বর ২০১৮ রোববার
ছবি: নিউজওয়ান২৪
মাগুরার শ্রীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রার্থী ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পক্ষে জনসংযোগ করেছে তার কমী-সমর্থকরা। সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসনের প্রার্থী।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জেলার প্রত্যেক অঞ্চলেই জনসংযোগ চলছে সাইফুজ্জামান শিখরের। এরই ধারাবাহিকতায় রোববার ইউনিয়নের গোয়ালদাহ ও মালাইনগর এলাকায় জনসংযোগ চালানো হয়। এ সময় জনগণের সামনে সরকারের উন্নয়ন প্রচার তুলে ধরেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও আইনজীবী রাশেদ মাহমুদ শাহীন।
জনসংযোগে উপস্থিত ছিলেন- মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, দফতর সম্পাদক রাশেদ মাহমুদ শাহীন এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন।
এছাড়াও এ নির্বাচনী মতবিনিময় সভাতে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, দাড়িয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন কানন ও হিউম্যান রাইটস অরগানাইজেশন মাগুরা জেলা শাখার সভাপতি শাহারুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।