ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন মাহী বি. চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:২১ পিএম, ৯ ডিসেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়িয়েছেন মহাজোটের শরিক বিকল্পধারার প্রার্থী মাহী বি. চৌধুরী। তবে মুন্সীগঞ্জ-১ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন তিনি।
রাজধানীর সেগুন বাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতিনিধি পাঠিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন মাহী। রবিবার দুপরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এদিকে, ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মহাজোটের প্রার্থী হিসেবে আকবর হোসেন পাঠানকে (নায়ক ফারুক) চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। অন্যদিকে, মহাজোটের উন্মুক্ত আসন হিসেবে এখানে নির্বাচন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও।
বিপরীতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
নিউজওয়ান২৪/এএস