চাপের মুখে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:০২ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
ভারত-অস্ট্রেলিয়া টেস্টের মাঝ পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে প্রথমার্ধের খেলা বার বার বিঘ্নিত হল বৃষ্টির জন্য।
এ দিন অবশ্য নিজেদের ইনিংসকে বেশ অনেকটাই টেনে নিয়ে যান অজি টেলঅ্যান্ডাররা। গতকালের স্কোরের পর এ দিন আরও ৪৪ রান যোগ করে অস্ট্রেলিয়া। ২৩৫ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এ দিন দুই উইকেট নেন মহম্মদ শামি।
সব মিলিয়ে ১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেন ভারতীয় ব্যাটসম্যানরা। এখন দেখার দ্বিতীয় ইনিংস কত এগিয়ে নিয়ে যেতে পারেন কোহলি-পূজারারা।
তৃতীয় দিনের প্রথমার্ধ দেখার পর অন্তত একটা বিষয় স্পষ্ট, বৃষ্টি কাঁটা না হলে অ্যাডিলেড টেস্টের ফয়সালা হচ্ছেই। আর আজ সারা দিন ভারতীয় ব্যাটসম্যানরা কতটা সফল হন, বা অজি বোলাররা কতটা চাপ তৈরি করতে পারেন, তার উপরই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।
এই প্রতিবেদন লেখার সময় ভারতের দ্বিতীয় ইনিংসের রান ৮৬/২। ১৮ রানে মিচেল স্টার্কের বলে ফিরে গিয়েছেন মুরলী বিজয়। লোকেশ রাহুল করেন ৪৪ রান।
নিউজওয়ান২৪/ইরু