খালেদার আপিল শুনানি শেষ, সিদ্ধান্ত বিকেলে
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:০০ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে।
শনিবার (০৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে আজই বিকেলে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে বলে জানানো হয়েছে।
বিকেল পাঁচটায় এই সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তবে তিনটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরবর্তীতে তার প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করা হয়।
নিউজওয়ান২৪/জেডএস