দ্বিতীয় দিনেও ‘পোড়া কপাল’
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল শুনানীর দ্বিতীয় দিনেও কপাল খোলেনি অনেকের।
গতকাল দ্বিতীয় দিনের আপিল নিষ্পত্তি শেষে যারা অবৈধ রয়ে গেলেন তারা হলেন
সামির কাদের চৌধুরী (চট্টগ্রাম-৬)
মো. আবদুল লতিফ জনি (ফেনী-৩)
মো. শাহজাহান (ব্রাহ্মণবাড়িয়া-২)
আবদুল মজিদ (কুমিল্লা-২)
ওসমান হোসাইন (বরিশাল-৬)
ডা. সুধীর রঞ্জন বিশ্বাস (পিরোজপুর-৩)
মোহাম্মদ মনিরুজ্জামান (ঝালকাঠি-১)
এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১)
মো. মিজানুর রহমান খান (পটুয়াখালী-২)
এম এ মান্নান হাওলাদার (ভোলা-৪)
মো. শাহ জালাল শামীম (ঝালকাঠি-১)
মনি মোহন বিশ্বাস (পিরোজপুর-১)
ইয়াসমীন আক্তার পপি (ঝালকাঠি-১)
মাহবুবুল আলম (বরিশাল-৪)
হুমায়ুন কবীর (ভোলা-২)
মো. আতোয়ার হোসেন (মানিকগঞ্জ-১)
আরিফুর রহমান (ঢাকা-৮)
মো. আনিসুজ্জামান (কিশোরগঞ্জ-২)
মো. আনিসুজ্জামান খোকন (ঢাকা-১৭)
মেজর (অব.) মামুনুর রশীদ (ঢাকা-৮)
শামসুল আলম খান চৌধুরী (গোপালগঞ্জ-১)
মো. মনিরুজ্জামান নয়ন (কিশোরগঞ্জ-৩)
মো. রেহান আফজাল (নারায়ণগঞ্জ-১)
সারা দেশ থেকে আসা ৫৪৩টি আপিল আবেদনের প্রথম দিন ১৬০ জনের শুনানি নেয়া হয়।
এর মধ্যে ৮০ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়, অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ৭৬ জনের। এ ছাড়া চারজন প্রার্থীর আবেদন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নিউজওয়ান২৪/জেডএস