NewsOne24

মহাকাশে টয়লেট নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

বিশেষজ্ঞ বিজ্ঞানীগণ আশঙ্কা প্রকাশ করছেন, জীবানুর সংক্রমণের কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের অধিবাসীদের শরীরে সমস্যা দেখা যেতে পারে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের টয়লেটের জীবাণু নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা। সম্প্রতি এই কথা জানিয়েছেন নাসার এক ভারতীয় বংশদ্ভুত বিজ্ঞানী।

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের টয়লেটে পাঁচটি প্রজাতির অ্যান্টিরোব্যাক্টার দেখা গিয়েছে। সম্প্রতি এক সমীক্ষায় এই খবর জানতে পেরেছে নাসা। এই পাঁচটি প্রজাতির একই স্পিসিসের, নাম Enterobacter bugandensis।

বিজ্ঞানীরা জানিয়েছে bugandensis এ আক্রান্ত হয়ে পূর্ব আফ্রিকায় একজন ও মার্কিন যুক্তরাষ্ট্রে দুই জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলেই ভবিষ্যতের মিশনে বিজ্ঞানীদের স্বাস্থ্য ঝুকি নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

তবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের টয়লেটে পাওয়া এই জীবাণু মানূষের স্বাস্থ্যে কোন সমস্যা তৈরী করবে না বলে জানিয়েছেন কিছু বিজ্ঞানী।

নিউজওয়ান২৪/ইরু