NewsOne24

অতিথিদের জন্য ২০০ প্লেন ভাড়া

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি। ১২ ডিসেম্বর তার মেয়ে ঈশা আম্বানির বিয়ে হচ্ছে আরেক শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে। তাই কোনো ধরণের কার্পণ্য রাখতে চাননা মুকেশ। পাঁচতারকা হোটেল বুকিংসহ সব ধরণের ব্যবস্থা নিয়েছেন। শুধু তাই নয় অতিথিদের আনা-নেওয়ার জন্য ২০০ প্লেন ভাড়া করেছেন।

এর আগে ৮ ও ৯ ডিসেম্বর দুই পরিবার মেতে উঠবেন প্রি-ওয়েডিং অনুষ্ঠানে। শনিবার থেকে শুরু হবে সেলিব্রেশন। ভারতের উদয়পুরে এখন তার প্রস্তুতি চলছে। ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত খবর, বিয়েতে দেশ-বিদেশ থেকে অতিথিদের আনা-নেওয়ার জন্য ২০০ প্লেন ব্যবস্থা করা হয়েছে। ১২ ডিসেম্বর উদয়পুর বিমানবন্দরে থাকবে বিমানগুলো। তবে এই বিমানবন্দরে দিনে ফ্লাইট ওঠানামা করে ১৯টি। কিন্তু সে দিন ফ্লাইট ওঠানামা করবে প্রায় ১০ গুণ বেশি।

এছাড়া বিমানবন্দর থেকে নিয়ে আসার জন্য এবং শহর দেখানোর জন্য হাজারেরও বেশি বিলাসবহুল গাড়ির ব্যবস্থা করেছেন আম্বানি। জাগুয়ার, মার্সিডিজ, পোর্সে, বিএমডব্লিউ সবই রয়েছে এই তালিকায়। আর উদয়পুর শহরের প্রতিটি পাঁচতারা হোটেল ইতোমধ্যে বুক করে ফেলা হয়েছে।

নিউজওয়ান২৪/এএস