NewsOne24

সাবধান: সেলফোনে নাইজেরীয় প্রতারকদের ‘লটারি’ ফাঁদ

স্টাফ রিরপোর্টার

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১১:০৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৫:৫২ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

ফুটবলার পরিচয়ে এসে সেলফোনে লটারি প্রতারণা করে লাখ লাখ টাকা লুটে নিচ্ছিল নাইজেরীয় এই প্রতারক চক্র          ছবি- র‌্যাব মিডিয়া

ফুটবলার পরিচয়ে এসে সেলফোনে লটারি প্রতারণা করে লাখ লাখ টাকা লুটে নিচ্ছিল নাইজেরীয় এই প্রতারক চক্র ছবি- র‌্যাব মিডিয়া

সাম্প্রতিকালে বাংলাদেশে অবৈধ বসবাসকারী বিদেশিদের বিভিন্ন অপরাধে যুক্ত যুক্ত থাকার সংবাদ পাওয়অ যাচ্ছে। জাল ডলারের ব্যবসা, সোনা চোরাচালান, অবৈধ ভিওআইপির ব্যবসা ও ফেসবুক-মোবাইল ফোনে প্রতারণার মতো অপরাধের দায়ে ইতোমধ্যেই বেশ কয়েকজন বিদেশি গ্রেপ্তার হয়েছে।

বিষয়টি অন্যান্য গোয়েন্দা সংস্থার মতো র‌্যাবও নজরে রাখছিল। এরই ধারাবাহিকতায় গতকাল (রোববার) উত্তরা থেকে ৪ নাইজেরীয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

র‌্যাব জানায়, গত কিছুদিন থেকে মোবাইল ফোন লটারির প্রলোভনে প্রতারণার অভিযোগ আসছিল তাদের কাছে। এমন কয়েকটি অভিযোগ তদন্তকালে জানা যায় যে, উত্তরার ১৪ নং সেক্টরের ১৪ নম্বর রোডের ১৯ নম্বর বাড়ির শরিয়তপুর ডিপার্টমেন্টাল সেন্টারের একটি বিকাশ এজেন্টের মাধ্যমে গত ৩০ অক্টোবর ২০১৬ তারিখ থেকে ১০ নভেম্বর ২০১৬ পর্যন্ত মোট ১১,০২,৩৮০/- (এগার লাখ দুই হাজার তিনশত আশি টাকা) তুলে নিয়েছে প্রতারক চক্র।

এরপর র‌্যাব গত ১৩ নভেম্বর (রবিবার) রাতে নাইজেরিয়ান নাগরিক ইব্রাহিমকে ০২টি মোবাইল, ০১টি ল্যাপটপ, ০১টি মডেম এবং বিকাশ এজেন্ট থেকে উত্তোলন করা টাকাসহ আটক করে। ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অপকর্ম সম্পর্কেং জানা যায়। তার দেয়া তথ্য মতে একইদিন লন্ডন গেস্ট হাউজ, হাউজ নং-৪৭, রোড নং-১০, সেক্টর নং-০৬ উত্তরায় হানা দেয় র‌্যাব-১। এসময় অপর ০২জন আসামিকে ১২টি মোবাইল ফোন, ২২টি বিদেশি সিমকার্ড, ০৪টি ক্রেডিট কার্ড, ০১টি ডেবিট কার্ড, ০২টি ল্যাপটপ, ০৪টি মডেম ও অন্যান্য ইলেক্ট্রনিক্স সামগ্রীসহ আটক করা হয়।

এ চক্রের কাছ থেকে সর্বমোট ১৪টি মোবাইল, ২৪টি দেশি-বিদেশী সিম, ৩টি ল্যাপটপ, ৫টি মডেম, ০৫টি ক্রেডিট কার্ড, ০১টি ডেবিট কার্ড, নাইজেরিয়ান মুদ্রা ১৫,৪৯০ নায়রা, বাংলাদেশী টাকা ৭০,৮৫০/- ও ১২০ ইউএস ডলার উদ্ধার করা হয়।

নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন সেলফোনে লটারি প্রতারক ৪ বিদেশি ‘ঘুঘু’ আটক

জানা যায় যে, নাইজেরিয়ান নাগরিক (১) KELECHI PRINCE JOHN (40), (2) NKEM SAMUEL AZUBUIKE (35) গত ১২ অক্টোবর ২০১৬ তারিখ বাংলাদেশে আসে। তারা এদেশে এসেই চক্রের অন্যান্য সদস্যদের যোগসাজসে প্রতারণার কাজ শুরু করে দেয়।

প্রতারণার কাজে তারা লন্ডন গেস্ট হাউজ, হাউজ নং-৪৭, রোড নং-১০, সেক্টর নং-০৬-এর ৩০৭ নং রুমে অবস্থান নেয়। তাদের ব্যবহৃত একাধিক মোবাইল ফোন হতে লাখ লাখ গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল গ্রাহককে লটারিতে টাকা অথবা আর্কষণীয় পুরস্কার পেয়েছে মর্মে বিভিন্ন এসএমএস প্রদান করতে থাকে। যেমন, “YOUR MOBILE NO WON £550.000 & 51 INCHES LED TV FROM SAMSUNG LOTTARY. TO CLAIM SEND YOUR NAME, SEX, AGE, MOBILE NO & ADDRESS TO [email protected]”-এসএমএস এ বলা হয়, টাকা অথবা পুরস্কারটি গ্রহণ করতে চাইলে গ্রাহকগণকে তাদের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর এসএমএস অথবা ইমেইলে তাদের নিকট প্রেরণ করতে হবে।

আর যখনই কোনো বাংলাদেশি গ্রাহক তাদের সেঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তখন গ্রাহকদেরকে এসএমএস’র মাধ্যমে বলা হয়- তার পুরস্কারটি বা পার্সেলটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছে। এটি কাস্টমস থেকে ডেলিভারি করাতে নির্দিষ্ট টাকা তাদের দেওয়া নিদিষ্ট বিকাশ নম্বরে প্রেরণ করতে হবে।

সন্দেহবশত কোনো ব্যক্তি সরাসরি টাকা প্রদান করতে চাইলে প্রতারকরা বলতো ওই ফোন নম্বরটি রোমিং এবং কলদাতা এখন বিদেশে অবস্থান করছে। প্রায় ক্ষেত্রেই বাংলাদেশিরা সরল বিশ্বাসে প্রতারকদের নম্বরে টাকা প্রেরণ করে প্রতারণার অসহায় শিকারে পরিণত হচ্ছিলেন।

প্রতারক ১. কেলেচি প্রিন্স জন (KELECHI PRINCE JOHN), ২. এনকেম স্যামুয়েল আজুবুইক (NKEM SAMUEL AZUBUIKE), ৩. ডেনিস ওকবুইডিরি ওরফে চিফ (DENIS OKWUDIRI @ CHIEF) একাধিক নম্বর হতে এসএমএস এবং ল্যাপটপে ইমেইলের জবাব প্রেরণ করতো। অপর আসামি অর্থাৎ ৪নং দৃর্বত্ত এবাহিম (EBRAHIM) বিকাশ এজেন্ট হতে টাকা সংগ্রহ করতো।

জিজ্ঞাসাবাদে কুচক্রী দলটি পূর্বের মতোই জানায় যে এদেশে গার্মেন্টস ব্যবসা এবং ফুটবল খেলতে এসেছিল তারা। নাইজেরীয় এই দুর্বৃত্তের সবাইকে প্র্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজওয়ান২৪.কম/আরকে