বিতর্কিত প্রেসিডেন্ট, ঘুম তাড়াতে খান গাঁজা!
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৫১ এএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি
বিভিন্ন কারণে বরাবরই সমালোচিত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তার মাদক বিরোধী অভিযানে নিহত হয়েছেন হাজারো সন্দেহভাজন মাদক ব্যবসায়ী। কিন্তু তিনিই ঘুম তাড়ানোর জন্য গাঁজা সেবন করেন। পরে অবশ্য এ মন্তব্যকে মিথ্যা আখ্যা দিয়ে বলেন, ওটা শুধুই রসিকতা।
প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণ করেন। এরপর থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধে হাজারো সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও আসক্ত ব্যক্তি নিহত হয়েছেন। এ কারণে দেশে-বিদেশে তিনি সমালোচনার মুখে পড়েন।
গেল মাসে সিঙ্গাপুরের আসিয়ান সম্মেলন অংশ নেন দুতার্তে। সেখানে ঘুমানোর জন্য কয়েকটি বৈঠকে উপস্থিত হতে পারেননি তিনি। সে অভিজ্ঞতা বর্ণনা করে গেল সোমবার ফিলিপাইনে এক অনুষ্ঠানে দুতার্তে বলেন, আমি জেগে থাকার জন্য গাঁজা টানি।
তবে বক্তব্যর পর তিনি এটাকে ‘রসিকতা’ হিসেবে অভিহিত করেন। মানবাধিকারকর্মীরা তার রসবোধের ভীষণ সমালোচনা করেন।
এদিকে, সিঙ্গাপুরের সম্মেলনে দুতার্তে ঘুমানোর কারণে কয়েকটি বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়টি তার মুখপাত্র নিশ্চিত করেছেন।
নিউজওয়ান২৪/জেডএস