NewsOne24

যেভাবে বাড়াবেন ফলোয়ার

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:২৩ এএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

টুইটার। বর্তমানে এটি ব্যবহারের ক্ষেত্রে অনেকেই নানা ধরনের সমস্যায় ভুগেন। তাই কিছু বিষয় জানা থাকলে সহজে টুইটারকে আয়ত্তে নেয়া যাবে।

লিংক ছোট করতে: টুইটারে আগে সব তথ্য ১৪০ ক্যারেক্টারের মধ্যেই প্রকাশ করতে হতো। কিন্তু বর্তমানে তা বাড়ানো হয়েছে। তবে ওয়েবসাইটের লিংক বড় হলে তা শেয়ারের পর দেখতে খারাপ দেখায়। তাই এ ঝামেলা এড়াতে রয়েছে লিংক ছোট করার ওয়েবসাইট।

ফলোয়ার বাড়াতে: টুইটারে ফলোয়ার বাড়াতে চাইলে ফেসবুক বন্ধু বা পেইজে টুইটার আইডির ইউজার নেইম শেয়ার করতে পারেন। পাশাপাশি টুইটারের নিয়মিত টুইট করতে হবে। কেউ যদি ম্যাসেজ বা কোনো প্রশ্ন করে তবে সেটির উত্তর যতটা সম্ভব দ্রুত দিতে হবে। এতে টুইটার এক্টিভিটি বাড়বে। ফলে ফলোয়ারও বাড়বে।

হেডার পরিবর্তন হেডার পরিবর্তন করতে প্রথমেই টুইটার অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর ‘চেঞ্জ ইওর হেডার ফটো’ ক্লিক করতে হবে। আপলোড ইওর ফটো থেকে ‘ওপেন’-এ ক্লিক করে পছন্দের ছবি সিলেক্ট করতে হবে। শেষে ‘অ্যাপ্লাইয়ে’ ক্লিক করুন।

নিউজওয়ান২৪/জেডএস