‘লোগো’র কারণে তোপের মুখে অফিসার, খুশি বিরোধীরা!
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার

ছবি: সংগৃহীত
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। আর এটি পোস্ট করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সএর। তবে এই ছবির জন্য যে মাইকসহ একজন অফিসারও তোপের মুখে পড়তে হবে তা হয়তো বুঝতে পারেননি।
কেননা ছবিতে দেখা যাচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কয়েকজন সোয়াট কর্মকর্তার সঙ্গে হাসিমুখেই কথা বলছেন। কিন্তু একজন সোয়াট কর্মকর্তার ইউনিফর্মে ইংরেজি ক্যাপিটাল লেটার ‘Q’ রয়েছে। আর তাতেই সমালোচনার খোড়াগ পেয়ে যায় সমালোচকরা।
কেননা এই ‘‘Q” বর্নটি সহজে গ্রহণ করেন না ট্রাম্প সমর্থকেরা। আর তার কারণ হলো গত বছর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের বিরুদ্ধে একদল মানুষ জনমত তৈরির চেষ্টা চালিয়ে আসছে। যাদের বলা হয় ‘কিউ অ্যানন’। এই কন্সপিরেসি থিওরির সমর্থকগোষ্ঠীদের লোগো হলো 'Q'।
বেচারা সোয়াট অফিসার এরপর সোশ্যাল সাইটে পড়েছেন তোপের মুখে। ভাইস প্রেসিডেন্ট সাহেবকেও ছেড়ে কথা বলছে না ট্রাম্প সমর্থকেরা। চোখের সামনে এমন ঘটনা দেখেও মাইক কেন ব্যবস্থা গ্রহণ না করে ছবি পোস্ট করেছেন, সেই প্রশ্ন উঠছে। তবে এই ছবি পোস্ট করায় সবচেয়ে বেশি খুশি হয়েছে ট্রাম্প বিরোধীরা। ছদ্মনামে তারা সোশ্যাল সাইটে বলে বেড়াচ্ছেন, ‘আমাদের প্রতিবাদ ছড়িয়ে যাচ্ছে!’
নিউজওয়ান২৪/এএস