NewsOne24

ম্যাশ’র সামনে এবার নতুন মাইলফলক

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

৯ ডিসেম্বর দুপুর ১টায় মিরপুর জাতীয় হোম গ্রাউন্ডে শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ। টেস্ট সিরিজ জয়ের পর এবার ওয়ানডে সিরিজ জয়ের পালা।

ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে দলের বাইরে থাকবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এমন শঙ্কা থাকলেও সবকিছু উড়িয়ে দিয়ে টাইগারদের সামনে থেকে নেতৃত্ব দেবেন ম্যাশ। এমনটি নিশ্চিত করেছেন তিনি। 

প্রথম ওয়ানডে ক্যারিবিয়দের বিপক্ষে নতুন এক মাইল ফলক গড়তে যাচ্ছেন ম্যাশ। মাঠে নামলেই স্পর্শ করবেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড। 

আগেই টেস্ট ও টি- টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাশরাফি। এখন শুধু খেলছেন ওয়ানডেতে। ইতোমধ্যে ১৯৯টি সীমিত ওভারের ম্যাচ খেলে ফেলেছেন তিনি। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামলেই প্রত্যাশিত মাইলফলক ছুঁয়ে ফেলবেন 'নড়াইল এক্সপ্রেস' খ্যাত ম্যাশ।

৩৫ বছর বয়সে এসেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাশরাফি। অধিনায়কের দায়িত্ব হাতে নেওয়ার পর টাইগার দলের ইতিহাসই পাল্টে গেছে। এনে দিয়েছেন অনন্য সব সাফল্য। ২০০১ সালের ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া ম্যাশ নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন পর্যন্ত দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দীর্ঘসময় যুদ্ধ করতে হয়েছে ইনজুরির সঙ্গে। 

এরই মধ্যে ১৯৯ ম্যাচে ৪ দশমিক ৮২ ইকোনমিতে ২৫২ উইকেট নিয়েছেন তিনি (মাশরাফি)। দেশের হয়ে ওয়ানডেতে এখন সর্বোচ্চ উইকেট শিকারের (২৫১) রেকর্ড এটি। এ পথে ৫ উইকেট পেয়েছেন একবার, ৪ উইকেট রয়েছে ৭ বার এবং সেরা বোলিং ফিগার ২৬/৬।

১৯৯ ওয়ানডে খেলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে মাশরাফি। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন উইকেটরক্ষক এবং ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি খেলেছেন ১৯৫টি ওয়ানডে ম্যাচ। ১৯২ ওয়ানডে খেলে তৃতীয় অবস্থানে আছেন টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

নিউজওয়ান২৪/ইরু