NewsOne24

নির্বাচন ও খেলা নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:১৯ এএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে আরও আগেই দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা। তবে বাংলাদেশের ক্রিকেটে যে বিপ্লবের যুগ তার মাশরাফির বীরোচিত ভূমিকাতেই এসেছে। তাইতো দেশের কোটি কোটি ক্রিকেটপাগল মানুষের কাছে মাশরাফি হয়ে উঠেছেন এক ‘নির্ভীক লড়াকু যোদ্ধা’।

২০১৯ বিশ্বকাপের পর আর ক্রিকেট খেলবেন না- এমন ঘোষণা মাশরাফি আরও আগেই দিয়েছেন। তবে বিশ্বকাপের আগে তাকে লড়তে হচ্ছে ভোটের মাঠে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেটকে মাশরাফি যেভাবে তুলে ধরেছেন- তিনি অবসর নিলেও তাকে কি ক্রিকেটবিশ্ব ভুলতে পারবে? 

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফি বললেন, ‘আমার ক্যারিয়ার অবশ্যই শেষের দিকে। না, আমি শচীন টেন্ডুলকার কিংবা ম্যাকগ্রা না যে আমার কথা মানুষ স্মরণ রাখবে। আমি আমার মত করেই ক্রিকেটটা খেলেছি। আমার স্ট্রাগলিং লাইফে যতটুক পেরেছি খেলেছি। তবে আমি সবসময় অ্যানজয় করেছি মানুষের জন্য কাজ করতে পারা। এটা আমার ছোটবেলার শখ ছিল বলতে পারেন। যেই সুযোগটা আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, বৃহৎ পরিসরে যদি কিছু করা যায়।’

আগামী ৯ ডিসেম্বর থেকে সফরকারী উইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তার আগে মাশরাফি নির্বাচন নিয়ে কিছু ভাবতে চান না। এখন তার মাথায় শুধুই ক্রিকেট আর সিরিজ জয়ের পরিকল্পনা। 

এ ব্যাপারে মাশরাফি বলে, ‘আমার মনোযোগ এখনও পুরোটা ক্রিকেটেই। এই সিরিজ শেষ হলে তখন নির্বাচন নিয়ে ভাববো।’

নির্বাচনে নড়াইলবাসীর সমর্থন প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সাপোর্ট আলহামদুলিল্লা ভাল আছে। আমি পারসোনালি এখনই যেতে পারিনি। তাই টোটালি বলাটা কঠিন। খেলার পরে গেলে বুঝতে পারবো।’

মাশরাফি খেলার মাঠে রাজনীতিকে কখনোই টানাতে চান না। তার কথায়- ‘খেলার আগে এই নিয়ে আপনাদের থেকে আর কোনও প্রশ্ন না হোক, এইজন্য যেটা করার এখনই করে ফেলা আর কি। না হলে ম্যাচের আগের দিন যদি প্রেস কনফারেন্স করতাম এই প্রশ্নগুলো তখন হত। আমি ব্যক্তিগভাবে মনে করেছি, আপনাদের মনে যদি প্রশ্ন থাকে তাহলে এখনই ফেইস করা উচিত।’

ম্যাশ বলেন, ‘এই মুহূর্তে আমার মাথায় নির্বাচন একদমই নেই। আমার মাইন্ড সেট আপেও না। আমার পুরোপুরি অনুশীলনে মন আছে। অবশ্যই ১৪ তারিখের পর আমি ওইখানে মনোযোগ দেবো। ওইখানে যা করার ১৪ তারিখের পর... এর আগে পুরোপুরি কনসেনট্রেশন খেলায় রাখবো।’