‘মনোনয়ন বাণিজ্যে বিশ্ব রেকর্ড গড়েছে বিএনপি’
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্য করে বিশ্ব রেকর্ড গড়েছে, যা আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
কাদের বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে থাকুক। সরকার সে জন্য সকল সহযোগিতা করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্যে করে বিশ্ব রেকর্ড গড়েছে। তিনশো আসনের বিপরীতে মনোনয়নে দিয়েছে তিন গুন, যাচাই-বাছাইয়ের পর ১০০ বাদ পড়লেও বর্তমানে আছে তাদের প্রার্থী রয়েছে ৫৫৫-জন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, দেখুন কত বড় মনোনয়ন বাণিজ্য বিএনপি করেছে। শুনতে পাওয়া যাচ্ছে অনেক ডাকসাইটের নেতারা টাকা নিয়ে ঢাকা ছেড়ে পালিয়েছে। মনোনয়ন প্রত্যাশিরা তাদের খোঁজ করছে বলে তিনি এসময় দাবি করেন।
নিউজওয়ান২৪/এমএম