NewsOne24

যেওনা বাংলাদেশে যদি...

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ক্রিকেট বিশ্বকে হতবাক করার মত পরামর্শ দিলেন ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকারের। বললেন, স্পিন ভালো খেলতে না পারলে বাংলাদেশে যেওনা। সদ্য সিরিজে ২-০ তে হারিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে বাংলাদেশ।

সিরিজে উইন্ডিজের পুরো ৪০ উইকেটই ভাগাভাগি করেছেন বাংলাদেশ দলের স্পিনাররা। ১৪১ বছরের টেস্ট ইতিহাসে দুই ম্যাচের সিরিজে কোনো দলের স্পিনারদের ৪০ উইকেট শিকারের প্রথম নজির এটি। আর ঢাকা টেস্টে টাইগারদের উড়ন্ত জয় শেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভারতের সাবেক ক্রিকেটার ও বোদ্ধা বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার লিখেছেন, তুমি যদি স্পিন ভালো খেলতে না পারো, তাহলে ভালো হয় বাংলাদেশে না যাওয়া। 

তারা এখন চারজন দুর্দান্ত স্পিনার নিয়ে খেলে। সেখানে পালানোর কোনো পথ নেই। আরেক টুইটে বাংলাদেশের ডানহাতি অফস্পিনার মেহেদী হাসান মিরাজের প্রশংসা করে মাঞ্জরেকার লিখেছেন, ভালো করেছো মেহেদী হাসান।

তিনি (মেহেদী হাসান) বর্তমান বিশ্বের অন্যতম উজ্জ্বল তারকাদের একজন। লোয়ার অর্ডারে সামর্থ্যবান ব্যাটসম্যান এবং একজন দুর্দান্ত ফিল্ডারও। উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চার স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানকে নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। চার স্পিনার ম্যাচে ২০ উইকেট তুলে নিয়ে দলকে ৬৪ রানের জয় এনে দেন। 

চট্টগ্রামে ওই ম্যাচের দুই ইনিংসে সাকুল্যে ৪ ওভার বল করেন পেসার মোস্তাফিজুর রহমান। আর ঢাকা টেস্টে বড় চমক দেখায় বাংলাদেশ। স্বীকৃত কোনো পেসার ছাড়াই খেলতে নামে বাংলাদেশ দল। আর ম্যাচ শেষে উইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ১৮৪ রানে জয় কুড়ায় বাংলাদেশ। 

ম্যাচের উভয় ইনিংসে পাঁচ উইকেটের কৃতিত্ব দেখান অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। সিরিজের দুই ম্যাচে মিরাজ ১৫, তাইজুল ১০, সাকিব ৯ ও নাঈম নেন ৬ উইকেট। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে অভিষেকে পাঁচ উইকেটের কৃতিত্ব দেখান ১৮ বছর বয়সী অফস্পিনার নাঈম হাসান। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে ছয় উইকেট নেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। 

নিউজওয়ান২৪/জেডএস