NewsOne24

এবার মেসি-রোনালদো নয়, ব্যালন ডি’অর অন্য কার?

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:৩৪ এএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ জিতলেন ২০১৮ সালের ব্যালন ডি’অর পুরস্কার।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসে এক অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কারের বিজয়ী হিসেবে মদ্রিচের নাম ঘোষণা করা হয়। 

বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটে ক্রিস্টিয়ানো রোনালদো ও অঁতোয়ান গ্রিজমানকে পেছনে ফেলে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ –এর দেওয়া পুরস্কারটি জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা।

১০ বছর পর লিওনেল মেসি ও রোনালদোর বাইরে অন্য কেউ পুরস্কারটি জিতল। গত এক দশকে পাঁচবার করে ব্যালন ডি’অর জেতেন দুই তারকা।

এ বছর বর্ষসেরার সবকটি পুরস্কারই ঘরে তুললেন মদ্রিচ। অাগস্টে রোনালদো ও মোহামেদ সালাহকে হারিয়ে উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন মদ্রিচ। পরের মাসে এই দুজনকে পিছনে ফেলেই ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচিত হন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। তাই তার ব্যালন ডি’অর জেতাটা একরকম প্রত্যাশিতই ছিল।

এদিকে এবারই প্রথমবারের মতো দেওয়া নারী ফুটবলের ব্যালন ডি’অর জিতেছেন অলিম্পিক লিওঁর নরওয়ের ফরোয়ার্ড আদা হেগেরবার্গ।

আর সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের পুরস্কার ‘কোপা অ্যাওয়ার্ড’ পেয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।