গারো তরুণী ধর্ষণ: প্রধান আসামি ‘বাড্ডার ত্রাস’ রুবেল গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:৫৫ এএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৭:৫৪ এএম, ৯ ডিসেম্বর ২০১৬ শুক্রবার

গ্রেপ্তারের পর রুবেলকে শনিবার মিডিয়ার সামনে হাজির করে র্যাব ছবি- র্যাব মিডিয়া
ঢাকা: রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেলকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সকালে র্যাব জানায়, শাহজালাল বিমানবন্দরের রেলস্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
উত্তর বাড্ডার একটি বিউটি পার্লারের কর্মী ওই তরুণী টঙ্গির গাজীপুরা এলাকায় থাকেন।
ধর্ষক রুবেল সম্পর্কে আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, বাড্ডার ত্রাস বলে পরিচিত রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে। এরমধ্যে শুধুমাত্র বাড্ডা থানায়ই তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর রাতে কাজ শেষে বাড্ডার পার্লার থেকে বাসায় ফিরছিলেন ওই তরুণী। এসময় রুবেল ও তার সঙ্গীরা তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে এ ঘটনায় বাড্ডা থানায় করা মামলায় রুবেল, সালাউদ্দিনসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়।
অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার শিকার তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
মামলা সূত্রে সালাউদ্দিন নামে রুবেলের এক সহযোগীকে গ্রেপ্তার করলেও রুবেল ছিল ধরাছোঁয়ার বেইরে।
রুবেলরা কতো বেপরোয়া
বাড্ডা থানার এসআই ফারুক জানান, ঘটনার দিন বিকালে বাড্ডার পুরাতন থানা রোডের ৬ নম্বর লেনের বাড়িটিতে ওই তরুণী রিপন নামে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যান।
তার হবু স্বামী রিপনসহ পাঁচ/ছয়জন গারো ব্যাচেলার ওই বাসায় থাকে জানিয়ে তিনি আরও জানান, ওই বাসার সামনেই রুবেল দাঁড়ানো ছিল। তিনি বের হওয়ার সঙ্গে সঙ্গে রুবেল তাকে ভয় দেখিয়ে পাশে একটি বস্তি ঘরে নিয়ে যায় এবং ঘরে থাকা বস্তিবাসীদের বের করে দেয়। এরপর দরজা লাগিয়ে দিয়ে তাকে ধর্ষণ করে।
পুলিশ জানায়, তরুণীকে নিয়ে যাওয়ার সময় রিপন বাধা দিলে রুবেল তাকে ভয় দেখায়।
তরুণী পুলিশকে জানান, রিপনের সাথে দেখা বাসায় ঢোকার পরপরই ব্যাচেলারদের বাসা বলে কেয়ারটেকার তাকে বের হয়ে যেতে বলে। এজন্য রিপনের বাসায় বেশিক্ষণ থাকা হয়নি।
এসআই ফারুক জানান, বাসায় বেশিক্ষণ থাকতে না পারায় রিপন তাকে নিয়ে অন্য কোথাও বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিল। আর তরুণী ওই বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে ব্যাচেলারদের কেউ সন্ত্রাসী রুবেলকে খবর দেয় বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর র্যাব ১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানিয়েছিলেন, গারো তরুণীকে ধর্ষণের আগে আরো দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে বাড্ডার ত্রাস রুবেলের বিরুদ্ধে। ধর্ষণের শিকার আগের দুই তরুণী গার্মেন্ট কর্মী ছিলেন। ওই ঘটনা দুটোয় তার বিরুদ্ধে থানায় কেউ অভিযোগ করেনি।
লে. কর্নেল তুহিন আরও জানান, দীর্ঘদিন ধরে রুবেল ও তার সাঙ্গোপাঙ্গরা নানা অপরাধ করে যাচ্ছে। পুলিশ-র্যাব তৎপর হলেও এরা বারবার আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে এসেছে। তবে শিগগিরই রুবেলকে গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের মে মাসে রাজধানীর কুড়িল বিশ্ব রোডে আরও এক গারো তরুণী ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় অভিযুক্ত দু`জনকে গ্রেফতার করেছিল র্যাব।
নিউজওয়ান২৪.কম/আরকে