NewsOne24

আপিলের প্রথম দিনেই ইসিতে আবেদন করলেন যারা

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র বাতিলের আপিল আজ থেকে শুরু হয়েছে। আর এর কারণে রাজধানীর আগারগাঁওয়ে ইসিতে এসে আপিল করছে দেশের বিভিন্ন স্থানের প্রার্থীরা। 

এদিকে, নিউজওয়ান২৪ এর শেষ খবর পাওয়া পর্যন্ত প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদনকারীরা হলেন, পটুয়াখালী-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী গোলাম মাওলা রনি ও মো. শাহাজাহান, পটুয়াখালী-১ থেকে মো. সুমন সন্যামাত, চাঁপাইনবাবগঞ্জ-১ থেকে নবাব মোহাম্মদ শামছুল হুদা, বগুড়া-৭ থেকে খোরশেদ মিলটন, খাগড়াছড়ি থেকে আবদুল ওয়াদুদ ভূঁইয়া, ঝিনাইদহ-১ থেকে আবদুল ওয়াহাব, ঢাকা-২০ থেকে তমিজউদ্দিন, সাতক্ষীরা-২ থেকে মোহাম্মদ আফসার আলী, কিশোরগঞ্জ-২ থেকে মো. আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ-২ মো. তৈয়ব আলী, মাদারীপুর-৩ থেকে মো. আবদুল খালেক, দিনাজপুর-২ থেকে মোকারম হোসেন, ঝিনাইদহ-২ আবদুল মজিদ, ঢাকা-১ খন্দকার আবু আশফাক, দিনাজপুর-৩ থেকে সৈয়দ জাহাঙ্গীর আলম, জামালপুর-৪ থেকে ফরিদুল কবির তালুকদার, দিনাজপুর-১ থেকে পারভেজ হোসেন, মাদারীপুর-১ থেকে জহিরুল ইসলাম মিন্টু, সিলেট-৩ থেকে কাইয়ুম চৌধুরী, ঠাকুগাঁও-৩ থেকে এসএম খলিলুর রহমান ও জয়পুরট-১ থেকে মো. ফজলুর রহমান।

রোববার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। সারাদেশে দাখিল করা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাইয়ের পর ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তারা। 

তাই বাতিল হওয়া প্রার্থীরা আজ থেকে আপিল করা শুরু করেছেন। আর আগামী বুধবার পর্যন্ত এই আবেদন করতে পারবেন। এছাড়া আগামী ৬, ৭, ৮ ডিসেম্বর আপিলের বিষয়ে নিষ্পত্তি করবে কমিশন। ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

নিউজওয়ান২৪/এএস