মায়ের হাত ধরেই জয়ের স্কুল যাত্রা!
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:১২ পিএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার
ছবি: সংগৃহীত
শাকিব খান এবং অপু বিশ্বাস। রোমান্টিক ছবিতে এ জুটি অভিনয় করতে গিয়ে কখন যে নিজেরাই প্রেমে পরেছিলেন সেটা হয়তো জানতেন না। তাই তো সারাজীবন এক সাথে থাকার জন্য ১০ বছর আগে গোপনে বিয়ে করেছিলেন এ জুটি। কিন্তু নিয়তির কারণে বেশি দিন একই ছাদের নিচে বসবাস হলো না তাদের, আর তার পরিনয় ডিভোর্স।
এদিকে, নিজেদের ক্ষণিকের সংসার জীবনে রয়েছে তাদের একটি ফুটফুটে ছেলে সন্তান। যার নাম আব্রাহাম খান জয়। নিজের মধ্যে যতোই মান-অভিমান থাকুক না কেনো ছেলের বেলায় তারা আবার এক। আর তাইতো কয়েকদিন আগেই ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য শাকিব খান এবং অপু বিশ্বাস এক সাথে যান।
গত ১২ নভেম্বর রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) স্কুলে জয়কে ভর্তি করান তারা। ভর্তির জন্য ফরমও পূরণ করেন বাবা শাকিব ও মা অপু বিশ্বাস। কিন্তু বয়সের ক্ষেত্রে ঝামেলা তৈরি হয়। বয়স বাধা হয়ে দাঁড়ায়। পরে স্কুল কর্তৃপক্ষ জয়কে বসুন্ধরা আবাসিক এলাকার 'ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি করার পরামর্শ দেয়।
সেই অনুযায়ী শাকিব খান ও অপু বিশ্বাস জয়কে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে (আইএসডি) ভর্তি করেন। এটি একটি আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম স্কুল। যেখানে অধিকাংশ শিক্ষক বিদেশি।
এদিকে, জয়কে নিয়ে স্কুলে যাওয়ার একটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। যেখানে দেখা যাচ্ছে এক হাতে স্কুল ব্যাগ অন্য হাতে জয়কে নিয়ে অপু বিশ্বাস শ্রেণিকক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন।
এর আগে শাকিব খান বলেন, জয়ের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। ওর পড়ার আগ্রহ রয়েছে। মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই।
নিউজওয়ান২৪/এএস