অভিবাসীর সংখ্যা বাড়াতে নিয়ম শিথিল হচ্ছে কানাডায়
প্রবাস ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৮:১১ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:৩৪ এএম, ১৫ নভেম্বর ২০১৬ মঙ্গলবার
প্রতীকি চিত্র
নিজদেশে অভিবাসীর সংখ্যা বাড়াতে কানাডা তার অভিবাসন নীতিতে আনতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। গত ২০১৫ সালে দেশটি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম চালু করেছিল। অভিবাসন নীতি সহজিয়া করণের মাধ্যমে কানাডায় অভিবাসীর সংখ্যা বাড়াতে নেয়া হয় এ পদক্ষেপ।
এ পদ্ধতিতে যোগ্য প্রার্থীদের কমপ্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেমে বাছাই করা হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আসন্ন ২০১৭ সালের জন্য নেওয়া কমপ্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেমে বড়সর পরিবর্তন আনা হয়েছে।
জানা গেছে, পুনর্মূল্যায়িত ইমিগ্রেশন নীতি অভিবাসন প্রার্থীদের জন্য লোভনীয় হতে যাচ্ছে। এতে ভিসা প্রসেসিং সময়ও কমানো হবে অনেক।
এরই মধ্যে আবেদনকারীদের বাদ দেওয়ার অনুপাতও কমে আসছে বলে জানা গেছে কানাডা সরকার সূত্রে। গত দুইটি পর্বে কানাডা থেকে প্রার্থীদের আবেদন করার আমন্ত্রণ জানানোর চিঠি (আইটিএ) পাঠানোর সংখ্যা বেড়েছে দুই গুণ।
জানা গেছে, কানাডায় থাকার অভিজ্ঞতা আছে ও অস্থায়ী বাসিন্দা এবং আগ্রহী অভিবাসী যাদের আত্মীয়-স্বজন কানাডার বাসিন্দা এমন ক্যাটাগরির লোকদের জন্য শর্তাবলীতে পরিবর্তন আসবে। কানাডায় ২০২০ সালের মধ্যে বার্ষিক অভিবাসনের হার ৪ লাখ ২৫ হাজারে গিয়ে পৌঁছাবে বলে জানা গেছে।
সুযোগ বাড়ছে কুইবেকে
অপরদিকে, কানাডার অন্যতম রাজ্য কুইবেক আগামী ২০১৭ সালে ৫১ হাজার অভিবাসীকে স্বাগত জানাতে তার অভিবাসন নীতি নতুন করে ঘষামাজা করছে। যারা ফরাসিপ্রধান কুইবেকে যেতে চাচ্ছেন- এটা তাদের জন্য বড় সুখবর হতে যাচ্ছে।
এই পরিকল্পনার আওতায় থাকা প্রধান ক্যাটাগরিগুলো হাচ্ছে কুইবেক ইনভেস্টর প্রোগ্রাম, কুইবেক স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রাম (কিউএসডব্লিউপি) ও কুইবেক ইকোনমিক ক্লাস।
নয়া একটি জব ব্যাঙ্ক তৈরির লক্ষ্যে নয়া নিয়ম-কানুন আসন্ন ২০১৭ থেকে কার্যকর হতে যাচ্ছে। এই প্রকল্পের আওতায় অভিবাসীরা কুইবেক যাওয়ার আগেই সেখানে প্রাপ্য সম্ভাব্য কাজের সঙ্গে নিজেদের জানা পেশা বা কাজের সমন্বয় করে নিতে পারবেন।
এছাড়া পরিবার পুনরেকত্রিকরণ (ফ্যামিলি ইউনিফিকেশন) প্রকল্পের অধীনে আগামী বছর থেকে কিউবেকে সাড়ে ১১ হাজার অভিবাসীর জন্য পথ উন্মুক্ত করা হবে। এমিরেটস২৪৭
নিউজওয়ান২৪.কম/আরকে