NewsOne24

৪২ মামলা তবুও মনোনয়ন পেলেন মির্জা আব্বাস

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ২ ডিসেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

আজ (রোববার) থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই করা শুরু হয়েছে। আর এ বাছাই থেকে বাদ পড়ে গিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের অনেক নেতার মনোনয়নপত্রও। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-৭ আসনের ১৯ জনের মধ্যে চারজনের ও ঢাকা-৮ আসনের মধ্যে ২২ জনের মধ্যে সাতজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে ৪২ মামলা ঘাড়ে নিয়েও বৈধতা পেয়েছে মির্জা আব্বাসের মনোনয়ন।

অন্যদিকে ঢাকা-৮ আসনে প্রাথী রয়েছেন ২২ জন। এর মধ্যে ১৪ জনের বৈধ ও ৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। অপক্ষেমান রয়েছে একজন। জামিনদার হিসেবে ঋণ খেলাপীর কারণে বিএনপি প্রার্থী সাজ্জাদ জহিরেরটা বাতিল হয়েছে। তবে মির্জা আব্বাসের মনোনয়ন বৈধ।

ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন মনোনয়ন বৈধতা পেয়েছে। বাকিগুলোর বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

তবে আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন বলে জানা গেছে।

নিউজওয়ান২৪/এএস