মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন হিরো আলম
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২ ডিসেম্বর ২০১৮ রোববার
হিরো আলম
মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনেই বাতিল হলো আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়ন। ভোটারদের জাল স্বাক্ষর দেওয়ায় অভিযোগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মনোনয়টি বাতিল করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ।
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন হিরো আলম। বাতিল হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। হিরো আলম বলেন, আমার ক্ষমতা নেই তাই আমারটা বাতিল করা হয়েছে। এতে আমার প্রতি অবিচার করা হয়েছে।
নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮৬ জন। সে অনুযায়ী ৩ হাজার ১২১ জনের স্বাক্ষরই যথেষ্ট। কিন্তু ৩ হাজার ৫শ জনের স্বাক্ষর দিয়েছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেষ পর্যন্ত যদি আমার মনোনয়ন বাতিল হয় তাহলে আমি বসে থাকবো না। আমার ইমেজ কাজে লাগিয়ে যেকোনো একটি পক্ষের হয়ে কাজ করবো। তবে কোন পক্ষে কাজ করবেন তা তিনি জানাননি।
নিউজওয়ান২৪/এএস