NewsOne24

সর্বোচ্চ বড় জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ২ ডিসেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

 

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সেটাও প্রায় ১৩ বছর আগে।  ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। রানের ব্যবধানে বড় জয় পেলেও কখনো ইনিংস ব্যবধানে জেতা হয়নি বাংলাদেশের। এমনকি কোনো দলকে ফলোঅনে ব্যাটিং করানোর সুযোগও হয়নি এর আগে। প্রথমবারের মতো উইন্ডিজকে ফলোঅন করালো টাইগাররা আর প্রথমবারই টেস্ট ক্রিকেট স্ট্যাটাস পাওয়ার পরে সবচেয়ে বড় ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ।

প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ আর সাকিব আল হাসানের মায়াবী ঘূর্ণি ফাঁদে পড়ে মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ১০ উইকেটের ৭টিই নেন মেহেদী হাসান মিরাজ এবং ৩টি নেন সাকিব আল হাসান। বাকি বোলাররা ছিলেন দর্শক।

প্রথম ইনিংসেই বাংলাদেশ পেয়ে গেলো ৩৯৭ রানের বিশাল লিড।  ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শুরুতেই সাকিব আল হাসান এরপর মেহেদী হাসান মিরাজ ও তাইজুলের ঘূর্ণি ফাঁদে পড়ে দিশেহারা হয়ে পড়ে তারা।

পাহাড়সম রানে পিছিয়ে থেকে ফলোঅনে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। সাকিবের বলে বোকা বনে লেগ বিফরের ফাঁদে পড়ে মাঠ ছেড়েছেন ব্রাথওয়েট।

এরপর আবারো মিরাজের আঘাত। পাওয়েলকে বোকা বানিয়ে মুশফিকের স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। পরে সাকিব-মিরাজের সাথে উইকেটে ভাগ বসান তাইজুল। তুলে নেন পরপর ২ উইকেট।  লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ৪৬ রান।

বিরতির পর ব্যাটিংয়ে নেমে খানিকটা ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আবারো মিরাজের আঘাতে সেই চেষ্টাও সফল হলো না উইন্ডিজের। এরপর ৬ষ্ঠ উইকেটের পতন ঘটান নাঈম হাসান। নাঈমের পর বিশুকে ফিরিয়ে নিজের ৩য় উইকেটের দেখা পান মিরাজ।

প্রথম ইনিংসে পেয়েছিলেন ৭ উইকেট। ২য় ইনিংসে পেয়ে গেলেন আরো ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট পেয়ে গেলেন মেহেদি মিরাজ। ৯৩ রান করে ব্যাট করতে থাকা হেটমায়ারকে ক্যাচের ফাঁদে ফেলে সেঞ্চুরি মিস করালেন মিরাজ। এরপর ওয়ারিকেনকে বোকা বানিয়ে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন মিরাজ। তুলে নেন নিজের ৫ম উইকেট।

শেষ পর্যন্ত ২১৩ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। প্রথম ইনিংসে ১১১ ও দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে থেমে যাওয়ায় ইনিংস ব্যবধান ও ১৮৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।