অলআউটের পথে উইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২ ডিসেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
মেহেদী হাসান মিরাজ আর সাকিব আল হাসানের মায়াবী ঘূর্ণি ফাঁদে পড়ে মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ১০ উইকেটের ৭টিই নিলেন মেহেদী হাসান মিরাজ এবং ৩টি নিলেন সাকিব আল হাসান। বাকি বোলাররা হয়ে থাকলেন দর্শক।
প্রথম ইনিংসেই বাংলাদেশ পেয়ে গেলো ৩৯৭ রানের বিশাল লিড। ক্যারিবীয়দের হেসে-খেলে ইনিংস ব্যবধানে হারানোর সুযোগ এখন বাংলাদেশের সামনে।
ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শুরুতেই সাকিব আল হাসান মেহেদী হাসান মিরাজ ও তাইজুলের ঘূর্ণি ফাঁদে পড়ে দিশেহারা হয়ে পড়েছে তারা। শুরুতেই হারিয়েছে উইকেট।
পাহাড়সম রানে পিছিয়ে থেকে ফলোঅনে ব্যাটিং করতে নেমে আবারো প্রথম ওভারেই উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাকিবের বলে বোকা বনে লেগ বিফরের ফাঁদে পড়ে মাঠ ছেড়েছেন ব্রাথওয়েট।
এরপর আবারো মিরাজের আঘাত। পাওয়েলকে বোকা বানিয়ে মুশফিকের স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। মিরাজের পরে সাকিব-মিরাজের সাথে উইকেটে ভাগ বসান তাইজুল। তুলে নেন পরপর ২ উইকেট। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে ৫ উইকেট ও ২য় ইনিংসে ৪ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৬ রান।
বিরতির পর ব্যাটিংয়ে নেমে খানিকটা ঘুড়ে দাড়ানোর চেষ্টা করছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আবারো মিরাজের আঘাতে সেই সুযোগটাও হলো না উইন্ডিজের। এরপর ৬ষ্ট উইকেটের পতন ঘটান নাঈম হাসান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৪৩ রান।
নিউজওয়ান২৪/ইরু