সালমান এফ রহমান ও সালমার আসনে বিএনপির প্রার্থী অবৈধ
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২ ডিসেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে দাখিল করা বিএনপির দুই প্রার্থীর মনোনয়নই বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক ও নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফাহিমা হোসাইন জুবলি।
তার সঙ্গে একই আসনে আওয়ামী লীগের সালমান এফ রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির নেত্রী সালমা ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার সকালে ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নিউজওয়ান২৪/জেডএস