NewsOne24

মনোনয়নপত্র বাতিলের তালিকায় খালেদা থেকে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২ ডিসেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

দুর্নীতি দণ্ডপ্রাপ্ত হওয়ায় ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

রোববার সকাল ১০টায় তার মনোনয়নপত্র অবৈধ বলে বাতিল করা হয়। 

এর আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড এবং নিম্ন আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের দণ্ড হওয়ায় এই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অপরদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহমেদ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় তিনি এই বাতিল আদেশ দেন।

তবে রিটার্নিং কর্মকর্তা কারো মনোনয়নপত্র অবৈধ বলে বাতিল করলে তার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি ইসিতে আপিল করতে পারবেন বলে জানা গেছে। কমিশন সে আবেদন বাতিল করলে ওই ব্যক্তি উচ্চ আদালতেও আপিল করতে পারবেন। আদালত যে সিদ্ধান্ত দেবেন, কমিশন সে অনুযায়ী কাজ করবে।

এখন দেখার বিষয়, খালেদা জিয়া ও হিরো আলমের কেউ আপিল করেন কিনা!

এর আগে, ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা শেষ হয় বুধবার। একই দিনে দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকিয়ে দেয়া উচ্চ-আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে মনোনয়ন বাতিলের সম্ভবনা থাকলেও শেষ দিনে তিনটি আসনে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়।

নিউজওয়ান২৪/জেডআই