NewsOne24

ভারতে ট্রেনে গ্রেনেড হামলা

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

যে ট্রেনটিতে হামলা হয়েছে (বামে) ও হামলার পরের দৃশ্য (ডানে)। ছবি: সংগৃহীত

যে ট্রেনটিতে হামলা হয়েছে (বামে) ও হামলার পরের দৃশ্য (ডানে)। ছবি: সংগৃহীত

ভারতের গুয়াহাটিতে ইন্টারসিটি ট্রেনে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতের সঠিক তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, গুয়াহাটির উদালগুড়ি এলাকা দিয়ে যখন কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস নামক ট্রেনটি যাচ্ছিল তখন এর কয়েকটি বগি লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়।

তাৎক্ষণিকভাবে ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ হামলার সঙ্গে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা (আই) জড়িত বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজওয়ান২৪/এএস