NewsOne24

টরেন্টোতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল অফিস

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কানাডার টরেন্টোতে বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল অফিস চালু হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র বলছে, কানাডার টরেন্টোয় বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। সে কারণে সেখানে একটি কনস্যুলেট অফিস স্থাপনের দাবি করে আসছিলেন প্রবাসীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই কনস্যুলেট অফিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

কানাডার অন্টারিও, স্যাসকাচুয়ান, ব্রিটিশ কলোম্বিয়া, আলবার্টা ও ম্যানিটোবা প্রদেশ এই নতুন কনস্যুলেট অফিসের আওতায় থাকবে।

টরন্টোর কনস্যুলেট অফিসের ঠিকানা- ১৫০৫-২২৩৫ শেপার্ড অ্যাভিনিউ  ইস্ট, অ্যাটরিয়া টু, টরোন্টো, অন্টারিও এমটুজে ফাইভ বি ফাইভ, কানাডা। প্রতি সোম থেকে শুক্রবার সকাল ৯ টা থেকে ৫ টা পযর্ন্ত অফিস খোলা থাকবে। 

কানাডার অটোয়ায় বাংলাদেশের হাইকমিশন রয়েছে। অটোয়া থেকে প্রায় সাড়ে ৪ শ’ কিলোমিটার দূরে টরেন্টোয় এই কন্স্যুলেট অফিস খোলা হচ্ছে।

নিউজওয়ান২৪/এএস