NewsOne24

৫ বছর আগের কার্টুনের বক্তব্য...

কার্টুন ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:১১ এএম, ১ আগস্ট ২০১৫ শনিবার | আপডেট: ১২:০৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫ বৃহস্পতিবার

প্রায় ৫ বছর আগে ২২শে ডিসেম্বর ২০১০, সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) গ্রেফতার হওয়ার পর পর এই কার্টুনটি এঁকেছিলেন কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, ডেইলি সান পত্রিকায় জন্য। আপিলের রায়েও সাকার মৃত্যুদণ্ড বহাল থাকার পর কার্টুনটি বিষয়ে সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসে তন্ময় বলেন, "এখনো মনে আছে কার্টুনটি আঁকার সময় বারবার মনে হচ্ছিল, আসলেই কি Time has come? পাঁচ বছর পেরিয়ে আজকে রায় বহালের পর বারবার আসলেই মনে হচ্ছে The time is very near Saka, Time has finally come. সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল। জয় বাংলা!!!"

/আরএ