NewsOne24

মাশরাফির প্রতিদ্বন্দ্বী যারা

নড়াইল প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

নড়াইল- ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে হচ্ছেন, এ নিয়ে সর্বত্রই চলছে আলোচনার ঝড়।

বিএনপির নীতি নির্ধারকরাও বুঝে শুনে প্রার্থী বাছাইয়ের চেষ্টায় আছে। এ আসনটিতে ২০ দলীয় জোটের ধানের শীষ প্রতীকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থীরা হলেন নড়াইল-২ আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামানের ছেলে শরীফ কাসাফুদ্দোজা কাফী, এনপিপির চেয়ারম্যান এ জেড এম ড. ফরিদুজাজামান ফরহাদ ও সাবেক এমপি মুফতি শহিদুল ইসলাম।

এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সভাপতি বর্তমান এমপি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম নাছির উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি- ছালু ) সভাপতি মো. মনিরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম, মো. জামাল উদ্দীন ও সাবেক এমপি মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তবে বিএনপির প্রার্থী কে থাকছেন এ নিয়েই আলোচিত হচ্ছে সর্বত্র। বিএনপির একাধিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে জানা গেছে, মাশরাফির জনপ্রিয়তাকে বিবেচনা করে বিএনপিও জনপ্রিয় কাউকে প্রার্থী করার চেষ্টা করছে।

সেক্ষেত্রে সাবেক এমপি মুফতি শহীদুল ইসলামের নামে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। মুফতি শহীদুল ইসলাম বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে তার নামে মামলায় সাজা থাকায় নির্বাচনে অংশগ্রণ করা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামানের ছেলে শরীফ কাসাফুদ্দোজা কাফীকেও দলীয় প্রার্থী করা হতে পারে এমন তথ্য পাওয়া যাচ্ছে। জনপ্রিয় সাবেক সংসদ সদস্য প্রয়াত খসরুজ্জামানের ইমেজ এবং লোহাগড়া এলাকার আঞ্চলিকতাকে কাজে লাগিয়ে অধিনায়কের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হবে এমনটা ধারণা বিএনপির নেতৃবৃন্দের।

তবে ২০ দলীয় জোটের শরীক এনপিপির চেয়ারম্যান এ জেড এম ড. ফরিদুজাজামান ফরহাদও দলীয় প্রার্থী হতে পারেন। তবে কে হচ্ছেন বিএনপির দলীয় প্রার্থী সে জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।

জেলা বিএনপির দফতর সম্পাদক টিপু সুলতান বলেন, অধিনায়ক মাশরাফির জনপ্রিয়তার কাছে প্রতিদ্বন্দ্বীতা করতে হলে বিএনপিরও জনপ্রিয় কাউকে প্রার্থী করতে হবে। সে দিকে বিবেচনা করে তিনজন প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। জয়লাভের আশা নিয়েই প্রার্থী চূড়ান্ত করা হবে।

এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, মাশরাফি শুধু নড়াইলের সম্পদ নয়, সারাদেশের সম্পদ। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে নির্বাচনী কাজ শুরু করেছেন।

নিউজওয়ান২৪