NewsOne24

আমেরিকার পাঠ্যসূচিতে বাঙালি কবির বই

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

বিশ্ব র‍্যাংকিং তালিকায় জন জে বিশ্ববিদ্যালয়ের অবস্থান বেশ উপরের দিকে। ক্রিমিন্যাল সাইকোলজি বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্বে প্রথম।

ইউরোপের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান জাস্ট ফিকশন থেকে প্রকাশিত ‘পোয়েমস অব কাজী জহিরুল ইসলাম’ বইটি এ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত হয়েছে। যা বাংলা কবিতার জন্য এক বিরল সম্মানের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

গ্রন্থটির সম্পাদক অধ্যাপক রাজীব ভৌমিক জানান, এই মানের কোনো মার্কিন বিশ্ববিদ্যালয়ে এই প্রথম কোনো বাঙালি কবির কবিতা পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত হলো।   
‘পোয়েমস অব কাজী জহিরুল ইসলাম’ গ্রন্থে নিউ ইয়র্কে বসবাসকারী বাঙালি কবি কাজী জহিরুল ইসলামের ১০৪টি ইংরেজি কবিতা রয়েছে। কবি নিজে সরাসরি ইংরেজিতে লিখেছেন ৩২টি কবিতা, বাকিগুলো বাংলা থেকে ইংরেজিতে অনূদিত। অনুবাদ করেছেন সিদ্দীক মাহমুদ, লুবনা ইয়াসমীন এবং ড. রাজীব ভৌমিক। সম্প্রতি নিউইয়র্কের একটি মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। 

কাজী জহিরুল ইসলাম বাংলা ভাষার একজন শক্তিমান কবি। ১৮টি কাব্যগ্রন্থসহ তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৪৯টি। ২০১৯ এর বইমেলার আরো ৬টি নতুন বই আসছে বলে জানা গেছে। 

সম্প্রতি তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে বাঙালি কবিদের ইংরেজি কবিতার সংকলন ‘আন্ডার দি ব্লু রুফ’। এর দুটি ভলিউম আমাজনে পাওয়া যাচ্ছে যা বাঙালি এবং বিদেশি কাব্যানুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ