বদির গাড়িতে গুলি, অক্ষত তিনি!
কক্সবাজার প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:১৫ এএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি
কক্সবাজার-৪ আসনের আলোচিত এমপি আব্দুর রহমান বদির গাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার থেকে টেকনাফ ফেরার পথে এ ঘটনাটি ঘটে।
কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন নিউজওয়ান২৪-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়া-টেকনাফের এমপি আলহাজ আব্দুর রহমান বদি নির্বাচনী প্রচারণা শেষে কক্সবাজার থেকে টেকনাফ ফিরছিলেন। এ সময় টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় তার গাড়িবহর পৌঁছালে দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে। এতে গাড়িতে গুলি লাগলেও অক্ষত আছেন এমপি বদি। প্রাথমিকভাবে হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
এদিকে এ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিউজওয়ান২৪/জেডএস