বাবার অবদানকেই বড় করে দেখছেন সাদমান
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৫২ এএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
বাংলাদেশের ৯৪তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হয়েছে বামহাতি সাদমান ইসলামের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল থেকে শুরু হওয়া ঢাকা টেস্টে নিজের প্রথম ইনিংসেই ব্যাট হাতে চমক দেখিয়েছেন তিনি। ৬ চারে ৭৬ রানের নান্দনিক ও ধৈর্য্যশীল ইনিংস খেলেছেন সাদমান। নিজের এমন ইনিংসে বেশ তৃপ্ত তিনি। ম্যাচের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এমন কথাই বলেন সাদমান। পাশাপাশি নিজের ক্রিকেট ক্যারিয়ার গড়ে উঠার পেছনে বাবার অবদানকে তুলে ধরেন তিনি।
সাদমান বলেন, ‘বাবার ভূমিকা অবশ্যই আছে। আব্বু সব সময় ক্রিকেটে সহযোগিতা করেছেন। আমি সব সময় ক্যাম্পে যেতাম। বাবা আমাকে অনুর্ধ্ব ১৫-১৭ ক্যাম্পে নিয়ে যেতেন। তখন আমি ছোট ছিলাম। তখন থেকেই আমার ইচ্ছা ছিল খেলোয়াড় হবো। যেভাবে আব্বু খেলার জন্য বলছেন, আমি একাডেমি-স্কুল ক্রিকেট থেকে সেভাবেই তৈরি হয়েছি। আমাকে অনেক সাপোর্ট করেছেন খেলার জন্য। কিভাবে খেলতে হয়, কিভাবে লাইফ সেট করতে হয় ক্রিকেটারদের, এখনও এসব বলে। নিজেকে চেষ্টা করি সেভাবে রাখার।’
নিজের অভিষেক টেস্টের অনুভূতি জানাতে গিয়ে সাদমান বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। অভিষেক টেস্ট। আমি চেষ্টা করেছি দলের জন্য সেরাটা দেয়ার। হয়তো আমি ফুলফিল করতে পারিনি। যতটুকু হয়েছে, আশা করি পরবর্তীতে দলের জন্য কিছু করতে পারব।’
অভিষেক ম্যাচে যেভাবে শুরু করেন এবং পরবর্তীতে দক্ষতার সাথে নিজের ইনিংসটি বড় করতে থাকেন সাদমান। ফলে সেঞ্চুরির পথেই হাঁটছিলেন তিনি। কিন্তু সেঞ্চুরি থেকে ২৪ রান দূরে থাকতে থেমে যেতে হয় তাকে। তারপরও এমন ইনিংসে তৃপ্ত সাদমান, ‘এমন কোনো হতাশা নেই। অভিষেক ম্যাচে সেঞ্চুরি চাওয়া তো সবারই থাকে। সে রকম কোনো হতাশা নেই। চেষ্টা করেছি দলের জন্য যতটুকু দেওয়ার দরকার ছিল, আমি সেরকম ব্যাটিং করেছি। হয়তো পুরোটা করতে পারিনি। আমার মনে হয় আরেকটু দিতে পারতাম দলকে।’
ঘরোয়া আসরের সাথে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আলাদা কোন পরিকল্পনা ছিলো কি-না, এমন প্রশ্নের জবাবে সাদমান বলেন, ‘আমি যেভাবে ব্যাটিং করি, সেভাবে চিন্তা করেছি। বল আসবে আমি যেভাবে ঘরোয়া ক্রিকেটে খেলি ঠিক সেভাবে এখানে খেলবোা। আর কিছু আমি চিন্তা করিনি।’
টেস্ট সিরিজ শুরুর আগে এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের হয়ে খেলতে নামেন সাদমান। ঐ ম্যাচে ১০টি চার ও ১টি ছক্কায় ১৬৯ বলে ৭৩ রান করেন তিনি। ঐ ম্যাচের অভিজ্ঞতা অভিষেক টেস্টে প্রথম দিন ভালো কাজে দিয়েছে বলে মনে করেন সাদমান, ‘প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা কাজে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বোলার সম্পর্কে আমার জানা ছিল। আমি যেভাবে পরিকল্পনা করেছিলাম শেষ ম্যাচে, ঐ পরিকল্পনা এখানে কাজে লেগেছে।’
সাদমানের ৭৬ ও অধিনায়ক সাকিব আল হাসানের অপরাজিত ৫৫ রানের সুবাদে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৯ রান করেছে বাংলাদেশ। এ অবস্থায় বাংলাদেশই এগিয়ে রয়েছে বলে মনে সাদমান। তিনি বলেন, ‘বাংলাদেশের অবস্থা আজকে অনেক ভালো আছে। কালকে আমাদের পুরোদিন বাকি আছে। চেষ্টা করবো আমাদের দলের যেই পরিকল্পনা, কালকে আল্লাহ আরও ভালো কিছু করে দিবেন।’
সূত্র: বাসস
নিউজওয়ান২৪