সাত মাত্রায় কাঁপলো পুরো আলাস্কা
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৫৭ এএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

ছবি: সংগৃহীত
যুক্তাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কার উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ মাত্রার এ ভূমিকম্পের পর প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয়।
স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
আলাস্কার উপসাগরীয় এলাকা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সতর্ক বার্তায় মানুষজনদের উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়। এছাড়াও আলাস্কার পাবলিক রেডিও প্রচারিত সতর্কতা বার্তায় হোমার, সিউয়ার্ড, কোডাক, সিটকা, আনালাস্কা এলাকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়। গভীর রাতে অনেকেই বাড়িঘর ছেড়ে গেছেন।
ভূমিকম্পে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম।
ভূমিকম্পের সময় ও পরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আতঙ্কে অনেকে রাস্তায় নেমে আসেন বলে খবর পাওয়া গেছে।
নিউজওয়ান২৪