NewsOne24

‘ইনামের নয়, বিএনপির মন ছোট’

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার


অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বিএনপির মনমানসিকতা ছোট হলেও ইনাম আহমদ চৌধুরীর মনমানসিকতা অতো ছোট নয়। তাদের (ইনাম আহমদ চৌধুরী ও তার পরিবারের সদস্য) মনমানসিকতা সবসময়ই বড়। তাদের পরিবারের তিন প্রজন্মের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে।

শুক্রবার সিলেট নগরের টিলাগড় জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ইনাম আহমদ চৌধুরীর তার সঙ্গে দেখা করা প্রসঙ্গে তিনি একথা বলেন।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, ইনামের সঙ্গে আমাদের পরিবারের যে সম্পর্ক রয়েছে তা অটুট থাকবে। আমাদের এ সম্পর্ক কখনোই কাটবে না। ইনাম বৃহস্পতিবার আমার বাসায় এসে তার দলের নেতাকর্মীদের অহেতুক গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছে। আমি তাকে বলেছি, পুলিশের একটা লিস্ট আছে, ব্ল্যাক লিস্ট। সেই লিস্ট (তালিকা) অনুযায়ী পুলিশ তাদের কাজ করছে। তবে মাঝেমধ্যে ভুল হতে পারে।

মন্ত্রী আরো বলেন, ইনামের আব্বা চাকরি শুরু করেন আমার দাদার সঙ্গে। ইনামের বড় ভাই ফারুক চৌধুরী আমার ঘনিষ্ঠ বন্ধু। জামায়াত বাংলাদেশের শত্রু। টর্চের আলো জ্বালিয়েও অন্ধকারে জামায়াতের মধ্যে একজন মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না।

নিউজওয়ান২৪/এমএম