NewsOne24

চট্টগ্রামে সুতার গোডাউনে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি


চট্টগ্রামের চাক্তাইয়ে একটি সুতার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

প্রথমে সুতার গোডাউনের মধ্যে আগুন লাগলেও পরবর্তীতে তা গোডাউনের বাইরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সঙ্গে এলাকাবাসীরাও আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, সুতা থেকে আগুনের সূত্রপাত হওয়ায় এবং গোডাউনে সুতা থাকায় আগুন নেভাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গোডাউনের সুতা থেকে আগুন লাগে। পরবর্তীতে সেই আগুন পাশের পূরবী সিনেমা হলে তা ছড়িয়ে পড়েছে।

নিউজওয়ান২৪/এমএম