দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা ১৫ ডিসেম্বরের মধ্যে: কাদের
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের আরো বলেন, ক্ষমতায় না থাকলেও আওয়ামী লীগ পালিয়ে যাবে না, দেশ ও জনগণের জন্য রাজনীতি করে যাবে।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, অনেক উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। অনেকে বলেছিল-এগুলো কোনো কাজে আসবে না। কিন্তু দেখেন, মালিবাগ-মৌচাকের ফ্লাইওভার কত কাজে আসছে। এ ছাড়া মেয়র হানিফ ফ্লাইওভার, যেখানে দুই-আড়াই ঘণ্টা যানজট লেগে থাকত। তারপরে বাস র্যাপিড ট্রানজিট, যেটি গাজীপুর থেকে, সেখানে টঙ্গীবাজারটা পুরো এলিভেটেড হবে, কাজ খুব শিগগির শুরু হবে। সেখানেও পাঁচটা ফ্লাইওভার আছে গাজীপুর থেকে জসিমউদ্দিন পর্যন্ত। এদিকে গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ফ্লাইওভার হবে ৯টি। আন্ডারপাস হবে ১৩টি।
সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও কোন মেগা প্রজেক্ট উপহার দিতে পারেনি, বরং অদূরদর্শীতায় দেশকে পিছিয়ে দিয়েছিল।’
নিউজওয়ান২৪/এএস