পোশাক শ্রমিক হত্যাকারী বাবুল বন্দুকযুদ্ধে নিহত
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:১২ পিএম, ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
ঢাকার সাভারের আশুলিয়ায় বুধবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে লাশ ৮ টুকরো করে ফ্রিজে রাখা বাবুল। আশুলিয়ার ইয়ারপুর এলাকার মুন্নার বাঁশ বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার করে। নিহত বাবুল মিয়া বগুড়ার সোনাতলা থানার টেকনি গ্রামের বাবর আলী মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, কয়েকদিন আগে আশুলিয়ার ইয়ারপুরে পোশাক শ্রমিক মেহেদী হাসান টিপুকে অপহরণ করে বাবুল মিয়া। এরপর তাকে হত্যা করে লাশ ৮ টুকরো করে ফ্রিজে রাখা হয়। পরে এ ঘটনায় নিহত পোশাক শ্রমিক টিপুর স্ত্রী সম্পা বেগম বাবুল মিয়াকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন।
আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, বুধবার রাতে বাবুল ও তার সহযোগিরা ইয়ারপুরের মুন্নার বাঁশ বাগানে অবস্থান করছিল। এমন খবরে আশুলিয়া থানা পুলিশ সেখানে অভিযানে গেলে বাবুল মিয়া ও তার সহযোগিরা পুলিশের উপর গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে বাবুল মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানা পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।
নিউজওয়ান২৪/এএস